রবিবার রাত ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে এদিন সকালেই দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। এছাড়াও ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজনাথ সিং। অটল স্মৃতি সৌধতেও গিয়েছিলেন তিনি।
তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এছাড়াও মন্ত্রীসভার কয়েকজনও একইসঙ্গে শপথ নিতে পারেন। পশ্চিমবঙ্গ থেকে জয়ী BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এবং সৌমেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন দিল্লিতে। যদিও তাঁদের কোনও মন্ত্রীত্ব দেওয়া হবে কিনা সেই বিষয়ে জানা যায়নি।
নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে চরম ব্য়স্ততা রাষ্ট্রপতি ভবনে। দেশি ও বিদেশি একাধিক অতিথি উপস্থিত থাকবেন এদিনের অনুষ্ঠানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মলদ্বীপের প্রেসিডেন্ট শেখ মইজ্জু এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমসিংহ ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন বলে খবর।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি এবং হরিয়ানা ও উত্তরপ্রদেশ সীমান্তবর্তী এলাকা। প্রায় ১ হাজার ১০০ ট্রাফিক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি একাধিক এলাকায় CCTV-তেও নজরদারি চালানো হচ্ছে।