সম্প্রতি গুজরাটে অনুষ্ঠিত হয়ে গেল G20 বৈঠক। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের সঙ্গে বৈঠক সেরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) । বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) । সেই বৈঠকেই অর্থমন্ত্রী, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা, আইএমএফের প্রথম উপ-ব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ, মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি এবং কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গে ছবি তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Oldest Groom : ৯০ বছরে পঞ্চমবার বিয়ে, এটাই তাঁর সুস্থতার কারণ, বলছেন সৌদি আরবের বৃদ্ধ
সোমবার এই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন ‘অত্যন্ত অনুপ্রেরণামূলক ক্লিক’, ছবিটি বিশ্বের ভবিষ্যত গঠনে নারীদের ভূমিকাকে চিহ্নিত করছে।
এই বৈঠকে আলোচিত হয়েছে ইন্দোনেশিয়ায় ইউপিআই লিঙ্ক স্থাপন, স্থানীয় মুদ্রা ব্যবহার করে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ বেশ কিছু বিষয়।