প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মা হীরাবেন মোদী (Heeraben Modi)। গত মঙ্গলবার থেকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে ৩ টে ৩৯ মিনিটে আমেদাবাদের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
মায়ের মৃত্যুর খবর টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। শুক্রবার সকালেই আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। অসুস্থ হওয়ার পর বুধবারই আমেদাবাদের হাসপাতালে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: ছক ভেঙে স্রোতের বিরুদ্ধেই আজীবন, চতুর্থ প্রয়াণ দিবসে ফিরে দেখা মৃণাল সেনকে
প্রসঙ্গত, শুক্রবার কলকাতায় বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর।