সেতু দুর্ঘটনার খোঁজ নিতে মঙ্গলবার মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর গুজরাত সফরের আগেই মোরবি হাসপাতালের রং করার ছবি পোস্ট বিরোধী কংগ্রেস ও আপের সোশাল মিডিয়াতে। বিরোধীদের অভিযোগ, এই শোকের আবহেও প্রধানমন্ত্রী আসবেন বলে কয়েক কোটি টাকা খরচ করে হাসপাতালের গায়ে রং করা হচ্ছে। ছবি ও ভিডিও পোস্ট করে এই অভিযোগ করা হয়েছে।
সোমবারই এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী। আবেগ তাড়িত হয়ে তিনি জানিয়েছিলেন, মোবরি ঘটনা তাঁকে ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছে। কিন্তু বিরোধীদের বক্তব্য, মোদী গুজরাতে আসার আগে এখন রাজ্য সরকার ব্য়স্ত হাসপাতালের রং বদলাতে। রাজ্যের সরকারি হাসপাতালগুলি বেহাল দশা ঢাকতেই নতুন করে রংয়ের পোঁচ পড়ছে।
গুজরাত কংগ্রেসের অভিযোগ, এই শোকের আবহেও হাসপাতালের মেঝেতে নতুন করে টাইলস বসানো হচ্ছে। সংস্কার করা হচ্ছে হাসপাতালারে প্রতিটি কোণা। কংগ্রেসের দাবি, এই ঘটনার পরেও বিজেপির কোনও লজ্জা নেই। মানুষের মৃত্য়ু নিয়েও তারা রাজনীতি করতে পারে। শোকের আবহে হাসপাতাল সাজাতে পারে।
সোমবারই মোরবির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দাবি করা হয়েছে পোস্তার দুর্ঘটনার সময় রাজ্যে এসে প্রধানমন্ত্রী যা বলেছিলেন, মোরবিতেও তাঁকে সেই কথা বলতে হবে। উল্লেখ্য পোস্তার ঘটনার সময় রাজ্য এসে তৃণমূলকে খোঁচা দিয়ে মোদী বলেছিলেন, কলকাতায় ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা থেকেই স্পষ্ট রাজ্যবাসী কেমন সরকার চান।