রবিবার প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধে সওয়া সাতটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত দেশ-বিদেশের অতিথিরা। কার্যত ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লিকে। রাইসিনা হিলের আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে নয়াদিল্লি জুড়েই আঁটসাঁট নিরাপত্তা রয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার বাইরের স্তরে থাকবে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী। দ্বিতীয় স্তরে প্রশিক্ষণ প্রাপ্ত কমান্ডোরা। সবথেকে ভিতরের বলয়ে গোয়েন্দা বিভাগের আধিকারিক ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি। শনিবার থেকেই রাইসিনা হিলের আশপাশের এলাকাকে নো ফ্লাইং জোন করে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই রাজধানীতে সক্রিয় বায়ুসেনা ও স্থলসেনার আর্মি অ্যাভিয়েশন কোরের কপ্টার।
শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন ৭ দেশের রাষ্ট্রনেতারা। ইতিমধ্যেই নয়াদিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল রণীল বিক্রমসিংহে। নেপালের প্রধানমন্ত্রী কমল দাহাল, ভুটানের রাজা জিগমে খেতাস ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাথকেও আমন্ত্রণ করা হয়েছে।