নির্বাচনী প্রচার করতে রবিবার বিকালে জলপাইগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে সভা করতে আসার আগে বাংলায় টুইট করলেন তিনি। লিখেছেন, একমাত্র বিজেপিই জলপাইগুড়ির মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে।
কী লিখলেন?
এক্স হ্যান্ডেলে নিজের করা পোস্টে মোদী লিখেছেন, জলপাইগুড়িতে সাধারণ মানুষের জনসমর্থন রয়েছে BJP-র প্রতি। পশ্চিমবঙ্গের মানুষ TMC-র দুর্নীতিতে ক্লান্ত। সেখান থেকে বিজেপিই একমাত্র তাঁদের স্বপ্নপূরণ করতে পারবে।
এর আগেও কোচবিহারে জনসভা করেছিলেন নরেন্দ্র মোদী। সেসময়ও বাংলায় পোস্ট করেন তিনি। যদিও পুরো বিষয়টিকে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, ভোটের আগে বাঙালি সাজার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।