রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) দেখা গেল দিল্লির প্রগতি ময়দানে নিজের হাতে ময়লা সাফ করতে। মোদীর সেই ভিডিয়ো টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।
রবিবার প্রগতি ময়দানে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডরের উদ্বোধন হয়। ৯২০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় সরকার করিডরটি নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী আজ প্রকল্পের উদ্বোধনের পর করিডরের টানেলগুলি ঘুরে দেখেন। তখনই তাঁর চোখে পড়ে এক জায়গায় বেশ কিছু প্লাস্টিকের খালি বোতল এবং আরও কিছু আবর্জনা পড়ে আছে। প্রধানমন্ত্রী তখন নিজের হাতে সেগুলি সেখান থেকে সরিয়ে দেন।
প্রধানমন্ত্রীর আবর্জনা সাফ করার সেই ভিডিও এরপর নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বহু মানুষ প্রধানমন্ত্রীর এই কাজের প্রশংসা করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী যে সব প্রকল্প চালু করেছেন তার অন্যতম স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat)। এই মিশনের উদ্দেশ্য দেশকে যতটা সম্ভব আবর্জনামুক্ত রাখা। এজন্য কেন্দ্রীয় সরকার প্রতিটি বাড়িতে স্থায়ী শৌচাগার নির্মাণ সহ একাধিক উদ্যোগ নিয়েছে। এছাড়া স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শহরগুলিকে স্বচ্ছতার মানদণ্ডে পুরস্কার দেওয়ার প্রথাও চালু করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, এর আগে সমুদ্র সৈকতেও প্রধানমন্ত্রীর আবর্জনা সাফ করার ভিডিয়ো ভাইরাল হয়েছিল।