শুক্রবার নিজের নির্বাচনী এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তথা বারাণসীর(Varanasi) সাংসদ নরেন্দ্র মোদী(Narendra Modi)। এলাকার 'কাছের মানুষ, কাজের মানুষ' হিসেবেই ধরা দিলেন প্রধানমন্ত্রী।
শুক্রবার রাতে হঠাৎ বারানসী ক্যান্টনমেন্ট স্টেশনে(Varanasi Cantt. Station) হাজির হন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ তাঁকে কাছে পেয়ে উল্লসিত হয়ে ওঠেন। বারংবার জয়ধ্বনি ওঠে মোদীর নামে। উল্লাসিত জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকেন প্রধানমন্ত্রী(PM Narendra Modi)। কথা বলেন সেখানকার বিভিন্ন দোকানদার এবং সাধারন মানুষের সঙ্গে।
আরও পড়ুন- Russia Ukraine Crisis: 'মৃতদেহ ফেরাতে বেশি জায়গা লাগে বিমানে..', বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের
নিজের কেন্দ্র বারাণসীতে সময় দেন না মোদী, কংগ্রেসসহ(Congress) বিরোধী দলের এই অভিযোগ বহুদিনের। এমনকি সমাজবাদী পার্টির(Samajwadi Party) নির্বাচনী জনসভা থেকেও এই একই ইস্যুতে মোদী, যোগীকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুক্রবার রাতে বারাণসী স্টেশনে এসে জনসংযোগ করে বিরোধীদের সেই কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)।