এই ২০২২ সালেই মায়ের শততম জন্মদিনে স্মৃতিচারণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi on Heeraben)। মায়ের শততম জন্মদিনে তিনি লেখেন, তাঁর মা সরল হলেও অনন্যও। ঠিক যেন অন্যান্য মায়েদেরই মতো। এমনকি তাঁর স্মৃতিচারণায় অন্যান্যরাও তাঁদের মায়ের সঙ্গে মিল পাবেন বলেও জানান মোদী(Heeraben Modi Passes Away)। ২০২২ সালের ১৮ জুন মায়ের নিজের ব্লগে এভাবেই হীরাবেনের লড়াই-সংগ্রামের জীবনচিত্রকে লিপিবদ্ধ করেন প্রধানমন্ত্রী।
হীরাবেনের জন্ম গুজরাটের(Gujarat) মেহসানা জেলার ভিসনগরে। খুব ছোট বয়সেই স্প্যানিশ ফ্লু অতিমারিতে তাঁর মা মারা যান। কার্যত মায়ের স্নেহচ্ছায়া থেকে বঞ্চিত হয়েই কাটে ছোটবেলা। প্রধানমন্ত্রীর কথায়, তাঁর মা কোনওদিন নিজের মায়ের কাছে বায়না করতে পারেননি। এমনকি, তাঁর কোলে মাথা রেখে শুতেও পারেননি। শৈশবে শুধুই দারিদ্রের লাঞ্ছনা আর বঞ্চনা ভোগ করেই কাটাতে হয়েছে হীরাবেনকে(Heeraben Modi Passes Away)। তিনি লেখাপড়ার সুযোগ থেকেও বঞ্চিত হন।
আরও পড়ুন- Narendra Modi Mother Dies: প্রয়াত মা হীরাবেন ,আমেদাবাদের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী
বিয়ের পর ভাদনগরে চলে আসেন হীরাবেন(Narendra Modi on Heeraben)। প্রধানমন্ত্রীর পরিবার এক ছোট্ট বাড়িতে থাকতেন। জানালাহীন সেই বাড়িতে ছিল না শৌচাগার। মাটির দেওয়াল আর টালির এই ছোট্ট ঘরেই মোদী বড় হয়ে উঠেছেন। তবে সেই অপরিসীম দারিদ্রের মধ্যেও লড়াই করে তাঁদের ভাই-বোনেদের বড় করে তুলেছেন মা। ব্লগে স্মৃতিচারণায় এমনটাই জানান প্রধানমন্ত্রী(PM Modi on Heeraben Modi)।