স্বাধীনতা দিবসের (Independence Day 2022) আগে দিল্লিতে ২ বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ডজনখানেক ভুয়ো পাসপোর্ট উদ্ধার করল দিল্লি পুলিশ (Delhi Police)। রবিবার অভিযুক্তদের দিল্লির দ্বারকা থেকে গ্রেফতার করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। নয়াদিল্লির লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রাজধানীতে তাই নিশ্চিদ্র নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সেই সভায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর সভায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ফেস রেকগনিশন ক্যামেরা, ৪০০-এর বেশি কাইট-ক্যাচার, ফ্লায়ার মজুত রাখা হয়েছে। লালকেল্লার ৫ কিলোমিটারের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন না হওয়া পর্যন্ত ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লালকেল্লার অনুষ্ঠানে প্রায় ৭০০০ আমন্ত্রিত অতিথি যোগ দিতে পারেন।
আরও পড়ুন: 'আইন আইনের পথে চলবে', বেহালায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
স্বাধীনতা দিবসের আগের দিন উত্তরপ্রদেশে গ্রেফতার করা হয়েছে এক জইশ জঙ্গি। ১৯ বছরের যুবকের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হাবিবুল ইসলাম। উত্তরপ্রদেশের ফতেপুরে বাস করছিল ওই যুবক। সে ডিজিটাল পরিচয়পত্র জাল করাতে দক্ষ ছিল বলে জানিয়েছে উত্তরপ্রদেশের এটিটিএস।
এদিকে স্বাধীনতা দিবসের আগে ইন্টেলিজেন্স ব্যুরো রাজধানী সহ একাধিক শহরেই পাঁচটি জঙ্গিহানার সতর্কতা জারি করেছে। আগেই লালকেল্লায় প্রধানমন্ত্রীর সভায় জঙ্গিহানা নিয়ে সতর্কতা দিয়েছিল আইবি। জানানো হয়েছিল, আইইডি ব্যবহার করা হতে পারে। পঞ্জাবে ড্রোন নিয়ে সতর্ক করা হয়েছে। সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ড্রোনে অস্ত্র সহ একাধিক দ্রব্য আসতে পারে। সম্প্রতি এমন একটি ঘটনা প্রকাশ্যে আসে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘুড়ি বা উড়ন্ত কোনও বস্তুর মাধ্যমেও কার্যকলাপ চালাতে পারে জঙ্গিরা। লোন-উলফ আক্রমণও চালাতে পারে সতর্কতা জারি করা হয়েছে।