জাতীয় শিক্ষানীতিতে বড়সড় বদল আসতে চলেছে। আগেই চার বছরের স্নাতক কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার আরও বড় সিদ্ধান্ত। চার বছরের স্নাতক কোর্সের পরেই করা যাবে পিএইচডি। এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন।
এই নতুন নিয়ম অনুযায়ী, স্নাতকে ৭.৫ সিজিপিএ (কিউমিলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) থাকলেই সরাসরি পিএইচডি করতে পারবেন ছাত্রছাত্রীরা। কিন্তু অনেকেরই ৭.৫ সিজিপিএ থাকে না। এক্ষেত্রে তাঁদের চার বছর স্নাতকের পর আরও এক বছরের স্নাতকোত্তর কোর্স করতে হবে। এই কোর্সের পরেই পিএইচডি করার সুযোগ পাবেন তাঁরা।
কোর্স ছাড়াও বদল এসেছে পির রিভিউড (Peer Review) জার্নালে গবেষণাপত্র প্রকাশ করার নিয়মেও। সোমবার ঘোষিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নয়া নিয়ম অনুযায়ী, পিএইচডি থিসিস জমার আগে পিয়ার রিভিউড জার্নালে গবেষণাপত্র প্রকাশ বাধ্যতামূলক নয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে উপকৃত হবেন ছাত্রছাত্রীরা।