তিন দশকের পুরনো খুনের মামলায় দোষী সাব্য়স্ত হলেন কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। সুপ্রিম কোর্টে তাঁকে এক বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে এই সাজা ঘোষণা করা হয়। ১৯৮৮ সালের ওই ঘটনায় এর আগে নিম্ন আদালতের রায়ে সিধু জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলেন।
১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাতিয়ালায় রাস্তার পাশে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে এক ব্য়ক্তিকে খুন করেন নভজ্যোৎ সিং সিধু। পাতিয়ালার শেরানওয়ালা গেট ক্রসিংয়ের কাছে ঘটনাটি ঘটে। গাড়ি পার্ক করা নিয়ে কথা কাটাকাটির জেরে গুরুনাম সিং নামে এক ব্যক্তিকে মারধর করেন। এর জেরে তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনায় সিধুর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়। ১৯৯৯ সালে পাতিয়ালা ট্রায়াল কোর্টের তরফে উপযুক্ত প্রমাণের অভাবে হত্যার অভিযোগ থেকে সিধুকে মুক্তি দেওয়া হয়। কিন্তু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুরুনামের পরিবারের তরফে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। হাই কোর্ট সিধুকে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা ধার্য করে।
হাই কোর্টের এই রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সিধু। সেখানে এতদিন ধরে মামলাটি চলছিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে সিধুকে দোষী সাব্যস্ত করে এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।