ভারতের মাদক উদ্ধারের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। মঙ্গলবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর দাবি, গত কুড়ি বছরের ইতিহাসে দেশের মধ্যে থেকে সবচেয়ের বড় মাদক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া সহ গ্রেফতার করা হয়েছে মোট ছয় জনকে। উদ্ধার করা হয়েছে, এলএসডি’র ১৫ হাজার ব্লট। এনসিবি কর্তাদের দাবি, রীতিমতো ডার্ক ওয়েবের মাধ্যমে চলত এই চোরাচালান। ব্যবহৃত হত ক্রিপ্টোকারেন্সি। জয়পুর থেকে গ্রেফতার এই চক্রের মূলচক্রী। উইকার মি অ্যাপের মাধ্যমে মাদক পাচার করা হত বলে দাবি এনসিবির।
এনসিবির দাবি, আন্তর্জাতিক বাজারে উদ্ধার মাদকের মূল্য প্রায় ১০ কোটি টাকা। গত কয়েক মাস ধরেই এই চক্রের উপর নজর রাখা হচ্ছিল। কিন্তু বারে বারে আইপি বদল করায় তাদের নাগাল পেতে অসুবিধা হচ্ছিল। অবশেষে নিজেরাই খদ্দের সেজে ফাঁদ পাতেন। আর সেই ফাঁদেই পাচারকারীরা পা দিয়েছে বলেই দাবি এনসিবির।
সোশাল মাধ্যমকে ব্যবহার করেই চলত তাদের সিন্ডিকেট। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ থেকে লেনদেন, সবটাই করা হত একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে। মূলত মধ্য ইউরোপ ছিল এই পাচারকারীদের আসল বাজার।