ভারত নাকি ইন্ডিয়া ? প্রশ্ন উঠল আবারও । তবে এবার পাঠ্য পুস্তকে । জানা গিয়েছে, ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ বা ‘এনসিইআরটি’ অনুমোদিত পাঠ্যপুস্তকে ইন্ডিয়া নয়, এবার থেকে লেখা হবে ভারত । সামাজিক বিজ্ঞান বিষয়ক এক উচ্চ-স্তরের কমিটির সেই সুপারিশ অনুমোদন করল CBSE ।
স্কুল পাঠ্যক্রম সংশোধনের জন্য ৭ সদস্যের একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল এনসিইআরটি। কমিটির চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআই ইসাক । ওই কমিটির পাঠ্যপুস্তকে ইন্ডিয়া-র বদলে ভারত নাম রাখার পক্ষপাতী । তাঁদের সুপারিশের অনুমোদন দেওয়া হয়েছে । সেই সুপারিশে পাঠ্যসূচিতে ‘প্রাচীন ইতিহাসে’র পরিবর্তে ‘ক্ল্যাসিক্য়াল হিস্ট্রি’ অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে ।
কেন ইন্ডিয়া, ভারত নয় ?
সিআই ইসাক জানিয়েছেন, বিষ্ণু পুরাণে ভারত নামের উল্লেখ পাওয়া যায়। কালিদাসও ভারত নামটি ব্যবহার করেছিলেন। এটি প্রাচীন নাম। ইন্ডিয়া নামটি এসেছে অনেক পরে । তাই 'ভারত' নামটি সুপারিশ করা হয় ।