এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে FIR করার আবেদন জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এমনকি লোকসভার স্পিকারের কাছেও চিঠি পাঠিয়েছে কমিশন।
সম্প্রতি হাথরসের পদপিষ্ট হওয়ার ঘটনায় পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রেখা শর্মা। এবং সেই সময়ের পরিদর্শনের একটি ভিডিয়ো ভাইরাল হয়। অভিযোগ, এরপরেই রেখা শর্মাকে উদ্দেশ্য করে কুমন্তব্য করেন মহুয়া মৈত্র। আর সেকারণেই FIR করার আর্জি জানিয়েছেন রেখা শর্মা।
যদিও এর পালটা তোপ দেগেছেন মহুয়া মৈত্র। তিনি পালটা হুংকার দিয়েছেন, দিল্লি পুলিশ অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক।