কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে সোমবার ওই বৈঠকের পরই দফতর ঘোষণা হয়ে গেল। NDA সরকারে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রক থাকল রাজনাথ সিংয়ের হাতেই। সড়ক ও পরিবহণ মন্ত্রক নীতিন গড়করির। গতবারও মন্ত্রিসভায় এই দায়িত্ব ছিল তাঁর। বাংলা থেকে জাহাজ প্রতিমন্ত্রী হলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। উত্তর পূর্ব উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রকের দায়িত্বে সুকান্ত মজুমদার।
আরও একবার মোদীর মন্ত্রিসভায় বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলাবেন এস জয়শঙ্কর। রেলমন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈষ্ণ। অর্থমন্ত্রক পেলেন নির্মলা সীতারামন। বিদ্যুৎমন্ত্রকের দায়িত্ব পেলেন মনোহরলাল খট্টর। কৃষি মন্ত্রকের দায়িত্বে শিবরাজ সিং চৌহান। স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে জে পি নাড্ডা।পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এদিকে জোট শরিকদের মধ্যে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব পেলেন চিরাগ পাসওয়ান। ভারী শিল্পমন্ত্রকের দায়িত্বে এইচ ডি কুমারস্বামী।
রবিবার ৭২ জন মন্ত্রী শপথ গ্রহণ করলেও দফতর বণ্টন করা হয়নি। মন্ত্রিসভার বৈঠকের পরই তা নিয়ে সিদ্ধান্ত হয়। এবার মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী। ৩৬ জন প্রতিমন্ত্রী। বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।