উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। সূত্রের খবর সোমবারই তিনি মনোনয়ন জমা দিতে পারেন। দুপুরের দিকে তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। যদিও রবিবার রাত পর্যন্ত বাংলার রাজ্যপালের পদ থেকে তিনি এখনও ইস্তাফা দেননি।
সূত্র মারফৎ জানা গিয়েছে, রবিবারও দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন ধনখড়। তবে, তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। রাজ্য়পাল যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, তাই রাজনৈতিক মহলের অনুমান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হয়তো শেষবেলার পরামর্শ নিতে গিয়েছিলেন বাংলার রাজ্যপাল।
শনিবার উপরাষ্ট্রপতি ভোটে নিজেদের প্রার্থী হিসাবে রাজ্যপাল ধনখড়ের নাম ঘোষণা করেছে বিজেপি। রবিবার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করেছে বিরোধীরা। বিরোধী শিবিরের প্রার্থী হয়েছেন মার্গারেট আলভা।