লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি NDA জোট। তার ঠিক কয়েকদিন পর বিধানসভা উপনির্বাচনে একপ্রকার মুখ থুবড়ে পড়ল তারা। কারণ পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্র সহ গোটা দেশের ১৩ কেন্দ্রের ফলাফলে সেই ছবিটাই স্পষ্ট হয়েছে।
ইতিমধ্যে প্রায় সবকটি রাজ্যের উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। তারমধ্যে ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত দলগুলি পেয়েছে ১০ টি আসন, NDA-র জোট সঙ্গীরা পেয়েছে মাত্র ২টি আসন এবং অনান্যদের দখলে ১টি আসন।
পশ্চিমবঙ্গের বাগদা, মানিকতলা, রাণাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনে উপনির্বাচন হয়েছে। ওই চারটি আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসকদল।
অন্যদিকে হিমাচল প্রদেশে দুটি আসনে জিতেছে কংগ্রেস। উত্তরাখণ্ডের দুটি আসনে জয়ী তারা। পাশাপাশি পঞ্জাবে AAP একটি আসনে এবং তামিলনাড়ুর একটি আসনে জিতেছে DMK।
বিজেপি সভাপতি জে পি নাড্ডার নিজের এলাকা হিমাচল প্রদেশে তিনটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। প্রথম থেকে তিনটি আসনেই কংগ্রেস এগিয়ে থাকলেও পরে একটি কেন্দ্র তাদের হাতছাড়া হয়। অন্যদিকে উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং মঙ্গলৌর থেকে জয়লাভ করেছে কংগ্রেস।
শুক্রবার মুম্বইয়ে পৌঁছে উদ্ভব ঠাকরের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিক বৈঠক করে জানিয়েদেন, "এই NDA সরকার নড়বড়ে সরকার, বেশিদিন টিকবে না।" আর তার ঠিক পরের দিন শনিবার অর্থাৎ আজ উপনির্বাচনের ফল প্রকাশ হতেই যে ছবি ধরা পড়ল তাতে BJP তথা NDA জোট যে চাপে পড়বে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।