৬ জন যাত্রী নিয়ে নেপালে ফের ভেঙে পড়ল যাত্রীবাহি একটি হেলিকপ্টার। ইতিমধ্যে ৫ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি এক যাত্রীর দেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। পূর্ব নেপালের সোলুখুম্বু জেলার লামজুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ৪ মিনিট নাগাদ সুরকে বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে হেলিকপ্টারটি যাত্রা শুরু করে। তারপর ১০টা ১৩ মিনিট নাগাদ হঠাৎ ATC-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুর্ঘটনার সময় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উপরে ছিল হেলিকপ্টারটি।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান।