স্বাধীনতা দিবসের (Independence Day 2022) দিনই প্রকাশ্যে এল নেতাজির মৃত্যু (Netaji Death Mystery) নিয়ে বিতর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Basu) চিতাভষ্ম এবার জাপান থেকে ভারতে ফেরানোর দাবি করলেন কন্যা অনিতা বসু পাফ (Anita Basu Pfaff )। চিতাভষ্মের ডিএনএ পরীক্ষার তথ্যও সর্বসমক্ষে আনার দাবি তুললেন তিনি। তাঁর মতে, নেতাজির মৃত্যু নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেন, তাঁরা আসল তথ্য জানতে পারবেন।
জার্মানির বাসিন্দা নেতাজি কন্যা অনিতা। তিনি পেশায় অর্থনীতিবিদ। একটি বিবৃতি দিয়ে তিনি লেখেন, "আধুনিক প্রযুক্তির সাহায্যে চিতাভষ্মের ডিএনএ পরীক্ষা করা যায়। ১৯৪৫ সালে ১৮ অগাস্ট, নেতাজির মৃত্যু নিয়ে যারা এখনও সন্দেহ প্রকাশ করেন, তাদের কাছে সেই পরীক্ষার রিপোর্ট তুলে ধরলেই পরিষ্কার হয়ে যাবে।" তিনি লেখেন, "এবার সময় এসেছে, তাঁকে দেশে ফিরিয়ে আনার। নেতাজির জীবনে স্বাধীনতার গুরুত্ব সবথেকে বেশি ছিল। বিদেশি শাসন থেকে মুক্ত ভারত ছাড়া আর কিছু চাননি তিনি। স্বাধীনতা উদযাপনের সুযোগ পাননি নেতাজি। অনন্ত ভারতের মাটিতে চিতাভষ্ম ফিরিয়ে আনা হোক।"
আরও পড়ুন: ৭৬তম স্বাধীনতা দিবসে রেকর্ড ভারতের, মহাকাশেও উড়ল দেশের পতাকা
টোকিওর রেনকোজি মন্দিরে বর্তমানে আছে নেতাজির চিতাভষ্ম। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অনিতা তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ভারত-পাকিস্তান ও বাংলাদেশের সবাই যারা স্বাধীনতার সঙ্গে বাঁচছেন, তাঁরা সবাই নেতাজির পরিবার। সমস্ত ভাই-বোনদের অভিনন্দন। অনিতার দাবি, তাঁরা সবাই যেন নেতাজির চিতাভষ্মকে ঘরে ফেরোনোর উদ্যোগকে সমর্থন করেন।