দেশে ক্রমাগত বাড়তে থাকা বেকারত্ব(Unemployment) নিয়ে বারবার কেন্দ্রের সমালোচনা করেছেন বিরোধীরা। ফলে চলতি বছরের বাজেটে(Union Budget 2022) কর্মসংস্থানে যে বিশেষ জোর দেওয়া হবে, তা আগেই বোঝা গিয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী(Nirmala Sitharaman) জানান, রেল(Rail), পর্যটন(Tourism) সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান(Employment) তৈরি হবে দেশে(India)। জানা গেছে, তথ্যপ্রযুক্তি(Information Technology) এবং অ্যানিমেশনের(Animation) ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে। দেশের বিভিন্ন জায়গায় তৈরি হবে তথ্যপ্রযুক্তি হাব(Information Technology Hub)।
আরও জানা গেছে, শহর এবং শহরতলিতে সংখ্যায় বাড়ানো হবে চার্জিং স্টেশন(Charging Station)। সেখানেও নিয়োগ করা হবে নতুন কর্মী। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণ(Loan) দিয়ে সাহায্য করার কথাও বলেছেন নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীকে ঋণ(Loan) দেওয়া হবে।
আরও পড়ুন- Budget 2022 : চালু হচ্ছে ডিজিটাল কারেন্সি, ব্যাঙ্ক ব্যবস্থার আওতায় পোস্ট অফিস, বাজেটে 'ডিজিটাল ভারত'
প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(President Ramnath Kovind) বাজেট অধিবেশনের শুরুতেই জানিয়েছিলেন, দেশের অর্থনীতির উন্নতি হয়েছে। তৈরি হয়েছে বহু নতুন কর্মসংস্থানের ক্ষেত্র। এর পাশাপাশি তৈরি হচ্ছে বহু স্টার্টআপ(Startup) সংস্থাও এইসব ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান(Employment) হবে বলে আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি।