১৯৭১ তৎকালীন পূর্ব পাকিস্তানের (East Pakistan) বৈদ্যনাথতলায় তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার (মুজিবনগর সরকার)। এবার সেখানে তৈরি হবে নতুন এন্ট্রি-এক্সিট পয়েন্ট (Entry Exit point)।
সেই স্মৃতি বিজড়িত সীমান্ত এলাকা বৈদ্যনাথতলার নাম সেই দিনই দেওয়া হয়েছিল মুজিবনগর (Mujibnagar)। এই সীমান্তবর্তী এলাকাকে স্মরণীয় রাখতে সেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের জন্য এবার এন্ট্রি-এক্সিট পয়েন্ট তৈরিতে উদ্যোগী হল দিল্লি ও ঢাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) গত বছরের ঢাকা সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, চাপড়া থেকে হৃদয়পুর হয়ে মুজিবনগর পর্যন্ত ওই ঐতিহাসিক রাস্তাটির নামকরণ করা হবে ‘স্বাধীনতা সড়ক’।
এন্ট্রি ও এক্সিট পয়েন্ট তৈরির জন্য ওই এলাকায় ৬০০ মিটার রাস্তা পাকা করতে হবে। ওই রাস্তার একাংশ যেহেতু পশ্চিমবঙ্গে, তাই বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেছে কেন্দ্র। ওই পয়েন্টে ভিসা ইমিগ্রেশন পয়েন্ট খোলা হলে সেখানে দুদেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে মনে করা হচ্ছে।
Bangladesh Terrorist: ত্রিপুরার পাহাড়ি সীমান্ত টপকে দেশে আসছে বাংলাদেশী জঙ্গিরা ,তথ্য গোয়েন্দাদের
সম্প্রতি বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান নদিয়ার হৃদয়পুর সীমান্ত ঘুরে দেখে এসেছেন। ইতিমধ্যেই সেখানে ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষীদের পোস্ট রয়েছে। বাংলাদেশের দিকে কাস্টমস আর ভিসা ইমিগ্রশন পয়েন্ট তৈরির জন্য পরিকাঠামো গড়ার কাজ প্রায় শেষ। তিনি জানান, ভারতের দিকে পরিকাঠামো যাতে হয়, সে ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে।