চলতি অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে বেতনভোগীদের আয়কর নিয়ে বাজেটে নয়া ঘোষণা কেন্দ্র। নয়া আয়কর কাঠামোয় বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর মুকুব করা হয়েছে।
তবে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর মুকুবের ঘোষণা করা হলেও তার মধ্যেও বেশ জটিল হিসেব আছে। কিন্তু সেই হিসেব কী, তা ঠিক করতে পারছেন না মধ্যবিত্ত। নতুন করকাঠামো না কি পুরনো, কোনটা বেছে নিতে হবে!
পাঁচস্তরীয় কর কাঠামো কেমন! একনজরে দেখে নেওয়া যাক।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, বার্ষিক ৩ লক্ষ টাকা আয় করলে কর দিতে হবে না। পুরনো কর কাঠামো অনুযায়ী, আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে ৫ শতাংশ কর দিতে হবে। ৬-৯ লক্ষ টাকা বার্ষিক আয় হলে ১০ শতাংশ আয় দিতে হবে। পুরনো কাঠামোতে এই পর্যন্ত হিসাব একই ছিল।
বাৎসরিক আয় ৯-১২ লক্ষ টাকার মধ্যে হলে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে যা ছিল ২০ শতাংশ। ১২ লক্ষ টাকা ১৫ লক্ষ টাকা বার্ষিক আয় হলে ২০ শতাংশ কর দিতে হবে। আগে যা ছিল ২৫ শতাংশ। ১৫ লক্ষ টাকার বেশি আয় হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে। আগেও এই নিয়মই ছিল। আগে এই ৩০ শতাংশ হারে ১ লক্ষ ৮৭ হাজার টাকা কর দিতে হত। এখন দেড় লক্ষ টাকা দিতে হবে।
প্রতি বছর ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে আলাদা করকাঠামো পছন্দ করতে পারবেন করদাতারা।