নতুন রূপে আসছে বন্দে ভারত (Vande Bharat) । পাল্টে যাচ্ছে রং । এবার আর সাদা-নীল নয়, গেরুয়া-সাদায় দেখা যাবে বন্দে ভারতকে । বর্তমানে ২৫টি রুটে ট্রেন চলছে । জানা গিয়েছে, দেশের ২৮তম বন্দে ভারত থেকে বদলে যাচ্ছে রং। সম্প্রতি, বন্দে ভারতের নতুন রূপের ছবি শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
শনিবার ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টারিতে গিয়েছিলেন রেলমন্ত্রী । সেখান থেকেই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি । কী কারণে বদলে যাচ্ছে রং ? রেলমন্ত্রী জানিয়েছেন, জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়েই ট্রেনের রংবদল করা হচ্ছে । তবে, সবটাই পরীক্ষামূলকভাবে হচ্ছে বলে রেল সূত্রে খবর । এছাড়া, বন্দে ভারতে বেশ কিছু পরিবর্তনও আনা হচ্ছে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব ।
আরও পড়ুন, Indian Railway Fare: বন্দে ভারত-সহ দামি ট্রেনের ভাড়া কমাচ্ছে রেল
এদিকে, বন্দে ভারত-সহ ভারতের সমস্ত এগ্জিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্তাডোম এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেনের ভাড়া কমতে পারে ২৫ শতাংশ পর্যন্ত। রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।