বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল NIA। পশ্চিমবঙ্গের কাঁথি থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে এরাজ্যে অভিযুক্তরা লুকিয়ে ছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ধৃতদের নাম মুসাভির শাজ়িব হুসেন এবং আবদুল মাঠিন আহমেদ।
কোথায় বিস্ফোরণ হয়েছিল?
গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরমন ক্যাফেতে বিস্ফোরণ হয়। সেই ঘটনার তদন্তে নেমে ২৭ দিন পর গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে। এবং বাকি দুই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে শুক্রবার কাঁথি থেকে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতরা IS এর সঙ্গে যুক্ত ছিল।
অভিযুক্তদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছিল NIA। এদিকে এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি BJP। BJP-র কেন্দ্রীয় নেতা অমিত মালব্যের দাবি, অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। এবং তাদের সুরক্ষা দিচ্ছে রাজ্য সরকার।
অভিযুক্তরা ভুয়ো আধার কার্ড ও ভুয়ো ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল বলে অভিযোগ। যদিও কেন্দ্রের বিরুদ্ধেই তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, কেন্দ্রের গাফিলতিতেই জঙ্গি কার্যকলাপ বাড়ছে।