'মোস্ট ওয়ান্টেড'খলিস্তানি জঙ্গিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ । কুলবিন্দরজিৎ সিং ওরফে খানপুরিয়া নামের ওই জঙ্গিকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় । জানা গিয়েছে, ২০১৯ সাল থেকেই ভারতের নজরে ছিলেন এই খলিস্তানি জঙ্গি নেতা।
সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে,প্রথমে ওই খলিস্তানি জঙ্গিকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়েছিল । গত সপ্তাহে শুক্রবার ব্যাঙ্কক থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি । এরপরই তাঁকে জঙ্গি সন্দেহে আটক করা হয় । তাঁর পরিচয় নিয়ে সংশয় ছিল । পরে, সেব্যপারে নিশ্চিত হওয়ার পরেই কুলবিন্দরজিৎ-কে গ্রেফতার করে এনআইএ । জানা গিয়েছে, এই জঙ্গির মাথার দাম ছিল ৫ লাখ টাকা ।
এনআইএর তরফে জানানো হয়েছে,বব্বর খালসা জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিলেন কুলবিন্দরজিৎ । এছাড়া, বিচ্ছিন্নতাবাদী সংগঠন খলিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর ।