শনিবার চার রাজ্যে মাওবাদী ডেরায় হানা জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ-এর । সূত্র মারফৎ খবর পেয়ে, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং দিল্লির মোট ২৩টি ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয় । জানা গিয়েছে, নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া’ (পিএলএফআই)-র গোপন ডেরায় অভিযান চালিয়েছেন তদন্তকারী অফিসাররা । উদ্ধার হয়েছে ভারতীয় সেনার উর্দি এবং অস্ত্র ও নগদ টাকা । দুইজনকে গ্রেফতারও করা হয়েছে ।
জানা গিয়েছে, ২৩টি ঠিকানার মধ্যে ঝাড়খণ্ডেরই ১৯টি জায়গায় তল্লাশি চালানো হয় । এ ছাড়া দিল্লির দু’টি ঠিকানা এবং মধ্যপ্রদেশের সিধি এবং বিহারের পটনাতেও হানা দেয় NIA । তল্লাশি অভিযানে দু’টি পিস্তল, কার্তুজ, বিস্ফোরকের পাশাপাশি, সোনার গয়না, নগদ তিন লক্ষ টাকা, বৈদ্যুতিন সরঞ্জাম এবং নথিপত্র উদ্ধার হয়েছে।