খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) খুনের হুমকি। খুনের হুমকি দিয়ে এনআইএ-কে (NIA) মেল পাঠানোর অভিযোগ।
জানা গেছে, এনআইএ-র মুম্বই (NIA Mumbai) শাখায় পাঠানো হুমকি মেলে উল্লেখ করা হয়েছে, হামলার জন্য প্রস্তুত ২০ স্লিপার সেল, ২০ কেজি আরডিএক্স। কোন আইডি থেকে মেল পাঠানো হয়েছে , তা তদন্ত করে দেখছে এনআইএ।
আরও পড়ুন- Gautam Adani: ৩ মাসে সম্পত্তি ২১০০ কোটি মার্কিন ডলার, ধনী ব্যক্তির তালিকায় ১১ নম্বরে গৌতম আদানি
শুক্রবার ন্যাশনাল ইনভেজটিগেশন এজেন্সিকে(NIA) একটি মেল পাঠায় এক ব্যক্তি। ওই মেলে বলা হয়, ষড়যন্ত্র ফাঁস না হওয়ার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মেলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে মারার জন্য ২০ স্লিপার সেল প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই নয়, ২০ কেজি আরডিএক্স(RDX) রাখা রয়েছে এই কাজের জন্য।
তবে শুধু প্রধানমন্ত্রী(PM Narendra Modi) নন। আরও অনেকের ওপর আক্রমণের জন্য তিনি প্রস্তুত, জানিয়েছেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।