ঠিক যেন 'থ্রি ইডিয়টস'-এর চিত্রনাট্য। রিল এবং রিয়াল লাইফের অদ্ভুত সমাপতন। সিনেমায় বহু লড়াইয়ের শেষে কাঙ্ক্ষিত জয় হয়েছিল সোনাম অনুপ্রাণিত চরিত্র 'ফুংসুক ওয়াংড়ুর'। আর সিনেমার খাত ধরেই বইল বাস্তবের চিত্রনাট্যও। পরিবেশবিদ সোনাম ওয়াংচুকের অনশনের মাঝেই লাদাখে পুনর্নবীকরণযোগ্য শক্তি অপসারণ পরিকল্পনার জন্য ২০,৭০০ কোটি টাকা বরাদ্দ হল বাজেটে।
পরিবেশবিদ সোনাম ওয়াংচুকের মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে অনশন করার মধ্যেই বাজেটে অর্থমন্ত্রীর এই ঘোষণা।
লাদাখ প্রশাসন চাইছে, সোনম ওয়াংচুক মুচলেকা দিন যে, গত একমাস ধরে যা চলছে, সে বিষয়ে কোথাও একটি কথাও বলবেন না। সংবিধানের ৬ নম্বর তফশিল লাদাখে চালু করার জন্য 'নিস্তব্ধ অনশন'-এ বসেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বাজেট পেশের পর লাদাখের পরিবেশ নিয়ে আন্দোলনও ইতিবাচক দিশা পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়াও, অর্থমন্ত্রী শক্তির স্থানান্তর এবং শক্তি সুরক্ষার জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।