স্বাস্থ্য পরিষেবায় দেশের মধ্যে সেরা রাজ্যের তকমা পেল কেরালা(Kerala)। নীতি আয়োগের(Niti Aayog) চতুর্থ স্বাস্থ্য সূচক রিপোর্টে জানা গিয়েছে, দেশের সব রাজ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে নীচে রয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্য তামিলনাড়ু এবং তেলেঙ্গানা।
এই রিপোর্ট তৈরি করতে ২০১৯-২০কে রেফারেন্স বছর হিসেবে ধরা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে সঙ্গে নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে নীতি আয়োগকে প্রযুক্তিগত সহায়তা করেছে বিশ্বব্যাঙ্ক (World Bank)। এছাড়াও ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে স্বাস্থ্য পরিষেবায় শীর্ষে রয়েছে মিজোরাম। সবথেকে নীচে রয়েছে দিল্লি এবং জম্মু-কাশ্মীর।