ব্যবধান কয়েক ঘণ্টার। বিহারে ফের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। এই নিয়ে পঞ্চমবার জোট বদলে নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। রাজভবন গমগম করল মোদীর নামে স্লোগানে। সকালেই ১২৮ জনের সমর্থন রাজ্যপালের কাছে জমা দিয়েছিলেন নীতীশ। ক্যাবিনেট মন্ত্রী হিসাবে এদিন শপথ নিয়েছেন বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী। রাজনৈতিক মহলের খবর, তাঁকেই এবার উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের থেকে সবুজ সংকেত পেয়ে রবিবার সকালে আরজেডি-কংগ্রেসের হাত ছাড়েন নীতীশ। রাজ্যপাল গিয়ে দিয়ে আসেন ইস্তফা। দেড় বছরের মহাজোটের সরকারে ইতি পড়ে। সেইসঙ্গে লোকসভা ভোটের আগে প্রথম ফাটল দেখা যায় ইন্ডিয়া জোটে।
দুপুরেই পাটনায় হাজির হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কথা বলেন রাজ্য সভাপতি সম্রাট চৌধুরীর সঙ্গে। রাজভবনের নীতীশের নবম শপথে হাজির ছিলেন নাড্ডা। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাও নীতীশকে দেন তিনি। অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার পর বিহারে ফের ক্ষমতায় ফিরল এনডিএ। ৪৫ আসন নিয়ে ফের মুখ্যমন্ত্রী সংযুক্ত জনতা দলের নীতীশ কুমার।