লোকসভা ভোটের আগেই সরগম বিহারের রাজনীতি। সরগরম নীতীশ কুমারের স্ট্যান্স বদলকে কেন্দ্র করে। রাজনৈতিক মহলের দাবি, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার ফের এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসাবে ফের পাটনার মসনদে ফিরতে পারেন সুশীল মোদী।
একইসঙ্গে এই জোটে উপরি পাওনা হতে পারে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি, জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং পশুপতি পরসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি। অপেক্ষা এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে সবুজ সংকেতের।
রাজনৈতিক মহলের দাবি, নীতীশের এই হাওয়া বদল নতুন কিছু নয়। এরআগেও এনডিএ-এর হাত ছেড়ে কংগ্রেস ও আরজেডির সঙ্গে সরকার তৈরি করেছেন জেডিইউ নেতা। তাই নিয়েই চলছিল বিহার। কেন্দ্রে বিজেপি বিরোধী জোটের উদ্যোগ নিয়ে নীতীশ বুঝতে পারেন জনপ্রিয়তায় তিনি মমতার থেকে পিছিয়ে। তাই আর অপেক্ষা না করেই বন্ধু বদলের ইঙ্গিত দেন বিহারের এই বর্ষীয়ান নেতা।
শেষ বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গ ছেড়ে ডান-বাম সবাইকে একজোট করেই বিহারে তৈরি হয়েছিল মহাজোট। সেখানে সংখ্যাগুরু হয়েও নীতীশকেই মুখ্যমন্ত্রী পদে এগিয়ে দিয়েছিল আরজেডি। কিন্তু গত কয়েকদিন ধরেই এবার মুখ্যমন্ত্রীত্বের রাশ নিজের হাতে রাখার চিন্তা শুরু করেছেন তেজস্বী যাদব। যা অস্বস্তি বাড়িয়েছে নীতীশ কুমারের।
পাশাপাশি নীতীশ বুঝে গিয়েছেন ইন্ডিয়া জোটেও তাঁর কদর খুব একটা বেশি নয়। কার্যত গদি টিঁকিয়ে রাখতে ফের এনডিএ-এর দিকেই হাত বাড়িয়েছেন তিনি। একদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বের চর্চা ছিল জাতীয় রাজনীতিতে। লোকসভা ভোটের আগে ফের সেই চর্চা মাথা চাড়া ছিল। কেন্দ্রস্থল পাটনার রাজনীতির উঠোন।