আসন্ন লোকসভা নির্বাচনে BJP-কে যে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না তা বুঝিয়ে দিতে চায় বিরোধী জোট INDIA। সেকারণে সামনে পিছনে বিচার করেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে জোটের তরফে। সূত্র মারফত জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে প্রিয়ঙ্কা গান্ধি অথবা নীতিশ কুমারকে।
প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী। বিশেষজ্ঞরা মনে করছেন, ওই কেন্দ্রে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি অত্যন্ত ভালো। ফলে সেখানে বেশি প্রচার না করলেও মোদীর পক্ষেই ফল যাবে। সেকারণে দেশজুড়ে প্রচারে বেশি জোর দিতে পারেন তিনি। কিন্তু INDIA জোট চাইছে, নিজের কেন্দ্রেই প্রধানমন্ত্রীকে বেঁধে রাখতে। আর তাই প্রিয়ঙ্কা বা নীতিশের মতো শক্তিশালী প্রার্থী দিতে চাইছে জোট।
প্রথমত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মহিলা প্রার্থীর জন্য প্রিয়ঙ্কার নাম উঠে আসছে। অন্যদিকে নীতীশ কুরমিদের প্রতিনিধি। বারাণসীতে এমনিতেই কুরমি সমাজের প্রভাব রয়েছে ভালোই। সেকারণে ওই নীতীশ কুমারকেও প্রার্থী করা হতে পারে।
বিভিন্ন সূত্রের খবর, মঙ্গলবারের ইন্ডিয়া জোটের বৈঠকে এনিয়ে আলোচনা হয়েছে। এবং সম্ভবত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের নাম প্রস্তাব করেছেন। যদিও এনিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে।