বিদেশ থেকে আমদানি করা ল্যাপটপ, কম্পিউটার, আইটি-র হার্ডওয়্যার, ট্যাবলেট ইত্যাদির প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না বলে জানালেন এক পদস্থ সরকারি আধিকারিক। বৃহস্পতিবার এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করার পরদিনই সরকারি আধিকারিকের মুখ থেকে এ কথা শুনে কার্যত নড়েচড়ে বসলেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবারই, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি কারি করে জানানো হয়েছিল, এই সমস্ত সামগ্রী বিদেশ থেকে আমদানি করার ব্যাপার নিষেধাজ্ঞা আনা হচ্ছে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনাতেও।
তারপরই শুক্রবার সরকারি আধিকারিকের এই বয়ানকে গুরত্ব দিয়ে দেখছে ওয়াকিবহালমহল।
উল্লেখ্য, বৃহস্পতিবারই ল্যাপটপ (Laptops), ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটারের (Computers) মতো ইলেক্ট্রনিক সামগ্রীর (Electronic devices import) আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্রীয় সরকার। স্থানীয় উৎপাদনশিল্পকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহালমহল। আমদানিকৃত বস্তুর জন্য চিনের ওপর অত্যাধিক নির্ভরশীলতা কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলেও জানা গিয়েছে।