সংসদে মণিপুর নিয়ে অনাস্থা বিতর্কের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই টার্গেট করল কংগ্রেস। কথা ছিল, সাংসদ পদ ফিরে পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই মণিপুর নিয়ে কথা বলবেন রাহুল গান্ধী। কিন্তু বেলা বারোটার পর বিতর্ক শুরু হতে নাম বদলে দেয় কংগ্রেস। রাহুলের জায়গায় বলতে ওঠেন গৌরব গগৈ। তাঁর অভিযোগ, মণিপুর পরিস্থিতি সামলাতে ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার। অবিলম্বে প্রধানমন্ত্রীর ইম্ফল যাওয়া উচিত বলেও দাবি করেন গগৈ।
এদিন বিতর্ক শুরু আগেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, এই ইস্যুতে তিনি শেষ বলে ছক্কা হাঁকাবেন। কারণ, অঙ্ক বলছে বিতর্ক হলেও সরকার পড়ে যাওয়া কার্যত সম্ভব নয়। লোকসভায় মণিপুর নিয়ে বিতর্ক শুরুর আগেই অবশ্য রাজসভায় সাসপেন্ড করা হয় তৃণমূলের ডেরেক ও ব্রায়েনকে। বাদল অধিবেশনের পুরোটাই সাসপেন্ড থাকবেন তিনি।
আরও পড়ুন : রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন
কিন্তু বিতর্কের শুরু রাহুল কেন বললেন না। তাই নিয়ে চলছে আলোচনা। এরমধ্যেই সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশীর কটাক্ষকে ঘিরে লোকসভায় কিছুক্ষণের মধ্যে উত্তেজনা ছড়ায়। লোকসভায় মণিপুর নিয়ে বলবেন তৃণমূলের দুই বক্তা সৌগত রায় এবং কাকলি ঘোষ দস্তিদার।