মেঘভাঙা বৃষ্টি, সেইসঙ্গে হড়পা বান...বুধবার সকালে তিস্তার ভয়াবহ রূপ দেখেছে সিকিম-সহ গোটা দেশ । সিকিমের বিস্তীর্ণ অংশ যেন মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সমতলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে । পুজোর মুখে সেখানে ঘুরতে গিয়ে আটকে রয়েছেন বহু পর্যটক । তবে, সংখ্যাটা কত, তা এখনও বলা যাচ্ছে না । বিকেলের পর তা স্পষ্ট জানা যাবে । এদিকে,বহু সেতু, রাস্তাঘাট ভেঙে যাওয়ায়, ফেরার রাস্তাও একপ্রকার বন্ধ । সেক্ষেত্রে, আটকে থাকা পর্যটকদের এয়ারলিফ্টিংয়ের মাধ্যমে উদ্ধারের দাবি জানাচ্ছেন বিভিন্ন ট্যুরিজম সংস্থা ।
নিম্নচাপের জেরে রাজ্যে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে। উত্তরবঙ্গে গত শনিবার থেকে ভারী বৃষ্টি চলছে। তিস্তা, তোর্সা, রায়ডাক, সঙ্কোশের মতো নদীগুলি যেন ক্ষোভে ফুঁসছে। এদিন, হড়পা বানের জেরে ভয়াল আকার ধারণ করে তিস্তা । জলের তোড়ে ভেঙে গিয়েছে রাস্তাঘাট । ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গন জেলা । তিস্তার স্রোতের টানে বাড়ি-ঘর গাছপালা ভেসে গিয়েছে । ভেঙে পড়েছে দোতলা বাড়িও । ইতিমধ্যেই সেখানে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার হয়েছে ।