CBSE বোর্ডের পরীক্ষার্থীদের জন্য় বড় ঘোষণা। বলা হয়েছে, এবার পরীক্ষার্থীদের জন্য কোনও ডিভিশন বা গড় নম্বর থাকবে না মার্কশিটে। প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রের নিয়োগকর্তারা পড়ুয়ার গড় নির্ধারণ করবেন। পরীক্ষার্থী কোন বিভাগে উত্তীর্ণ, তাও উল্লেখ থাকবে না CBSE বোর্ডে।
শুক্রবার CBSE-এর এক্সামিনেশন কন্ট্রোলার একটি বিবৃতি দিয়ে জানান, পাঁচের বেশি বিষয় নিয়ে কোনও পরীক্ষার্থী পরীক্ষা দিলে তাঁর গড় নির্ধারণের দায়িত্ব নেবে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের নিয়োগকর্তারা।
তবে সিবিএসই পরীক্ষায় গড় অগ্রিগেট নিয়ে ধোঁয়াশা রয়েছে পড়ুয়াদের মধ্যেই। কতগুলি বিষয় নিয়ে গড় হিসেব করা হবে, তা নিয়ে সংশয় আছে। এতদিন মার্কশিটে গড়ের উল্লেখ থাকত না। এবার তা থাকবে বলেই জানিয়েছে CBSE।