ISRO এর স্যাটেলাইট চিত্র প্রকাশ্যে আসতেই রাতারাতি পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল জোশীমঠবাসীর (Joshimath)। দাবি করা হয়েছিল ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার ডুবে গিয়েছে জোশীমঠ। এবার এই ছবি সামনে আসার পরই নয়া ফরমান জারি করল জাতীয় বিপর্যয় মোকাবিলা পর্ষদ (National Disaster Management Authority)। সংস্থাটি সাফ জানিয়েছে, ওই ছবি 'বিভ্রান্তি' তৈরি করছে। তাই জোশীমঠের মাটি বসে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে সরকারি সংস্থাগুলিকে কোনওরকম তথ্য প্রকাশ করতে মানা করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা পর্ষদ।
এদিকে, শনিবার থেকে ISRO সরকারি ওয়েবসাইটেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না স্যাটেলাইটের ছবি সংক্রান্ত কোনও প্রতিবেদন। দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুসারে, রাজ্য সরকার ইসরো এবং ওয়াদিয়া ইনস্টিটিউট, আইআইটি রুরকি, সিবিআরআই, জিআইএস কলকাতা, এনআইডিএম নয়াদিল্লি, আইআইআরএস দেরাদুন এবং এনজিআরআই হায়দ্রাবাদ সহ অন্যান্য দফতরের সাথে কথা বলেছে এবং এই বিষয়ে তাদের প্রতিবেদনগুলি প্রকাশ্যে না আনারও নির্দেশ দিয়েছে বলে খবর। কারণ এই সমস্ত খবর আতঙ্ক তৈরি করছে।