আশা করা হয়েছিল ভারতীয় মুদ্রার ইতিহাসে এক বিপ্লব ঘটবে। কিন্তু সেই জল্পনায় সোমবার জল ঢেলে দিল ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক (RBI)। এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, মুদ্রায় (Currency) কোনও রকম বদল ঘটছে না। অতএব, ভারতীয় মুদ্রায় যেমন মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ছবি ছিল, তা-ই বহাল থাকবে। রবিবার দিনভর কানাঘুষো শোনা যায়, মহাত্মা গান্ধীর সঙ্গে ভারতীয় মুদ্রায় যোগ করা হবে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত আবদুল কালামের (APJ Abdul Kalam) ছবি। কিন্তু তা আপাতত হচ্ছে না।
মূলত কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং আরবিআই সূত্রেই রবিবার এই খবর বাইরে এসেছিল। দাবি করা হয়েছিলে নোটের নতুন সিরিজে রবীন্দ্রনাথ ও আবদুল কালামের ছবি থাকবে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই দাবি খারিজ হয়ে গেল। এদিন এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে, এই সময়ে দাঁড়িয়ে নোটে কোনও রকম পরিবর্তন হচ্ছে না। মহাত্মা গান্ধীর ছবি বদলের কোনও ভাবনাই নেই তাদের।
ভারতীয় মুদ্রায় নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রাত্য কেন ? ২০১৭ সালে এই প্রশ্ন তুলে ধরে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। কেন বাদ নেতাজি, সেই সময় এই প্রশ্ন হাই কোর্টের তরফে করা হয়েছিল কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্ককে। তবে রবিবার জানা গিয়েছিল, নোটে ছবি বদলের নমুনা নাকি পাঠানো হয়েছে দিল্লি আইআইটিতে। এদিন এই খবরও উড়িয়ে দিয়েছে আরবিআই।