জোম্যাটো, সুইগি নয়, সন্তানদের মায়ের হাতে তৈরি রান্না করা খাবার খাওয়া উচিত। সেই সঙ্গে নাবালকদের ইন্টারনেট কানেকশন-সহ মোবাইল দেওয়া নিয়েও সতর্কবার্তা দিল কেরালার হাই কোর্ট।
মঙ্গলবার হাই কোর্টে পর্নোগ্রাফি সংক্রান্ত একটি মামলায় শিশুদের বাড়ির রান্না করা খাবার দেওয়া নিয়ে গুরুত্ব দেওয়া হয়। বিচারপতি পিভি কুনহিকৃষ্ণান জানান, ছোটদের বাইরে খেলতে দিন। সেই সঙ্গে দিন নিজের হাতে তৈরি খাবার। অনলাইন খাবারের থেকে দূরে রাখুন। মোবাইলে ইন্টারনেট থাকলে পর্ন থেকে শুরু করে অনেক সাইট দেখার সুযোগ থাকে। শিশুর বিকাশে বাধা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য হাই কোর্টের।
অ্যাপের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার দেওয়া এখন অভ্যাস আট থেকে আশির। অনলাইনের খাবারে খুশিও সবাই। এই খাবার নিয়ে বিতর্কের ঘটনাও অনেক। অর্ডার দেওয়ার পর সময় মতো খাবার না পাওয়ায়, ডেলিভারি কর্মীর উপর হামলাও হয়। সব মিলিয়ে নতুন প্রজন্মকে নয়া পথ দেখাল কেরালা হাই কোর্ট।