মল্লিকার্জুন খাড়গের ডাকে সাড়া দিল না তৃণমূল। বুধবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি দিল্লির বাংলোয় বিজোপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলের লোকসভা ও রাজ্যসভার নেতাকে নৈশভোজের বৈঠকে আমন্ত্রণ জানান। ১৭টি বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিরা থাকলেও, কোনও তৃণমূল প্রতিনিধি ওই নৈশভোজে ছিলেন না। ওই বৈঠকে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
তৃণমূলের পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার কোনও সাংসদকেও বুধবার রাতে খাড়গের বাংলোয় দেখা যায়নি। নৈশভোজের একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মল্লিকার্জুন খাড়গে। ওই ভিডিয়োর ক্যাপশানে তিনি লেখেন, সরকারের জবাবদিহির জাবিতে এই অধিবেশনের পরবর্তী পর্বে জনগণের সমস্যা সংসদে তুলে ধরা হবে। সব দলের নেতাদের সঙ্গে আলোচনা করে ইন্ডিয়ার বৈঠকের তারিখ স্থির করা হবে।
আরও পড়ুন: হৃদয়ের টানে কাঁটাতার টপকে ভারতে পাক তরুণী, এলেন হবু স্বামীর শহর কলকাতায়
তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের আঁচ মিলতেই গত রবিবার তড়িঘড়ি ইন্ডিয়ার শরিকদের নিয়ে বঠকে সক্রিয় হয় কংগ্রেস। ৬ ডিসেম্বর বৈঠকের জন্য বার্তা দেন কংগ্রেস সভাপতি খাড়গে। মঙ্গলবার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব জানান, আগামী ১৭ ডিসেম্বর বিরোধী জোট ইন্ডিয়ার পরবর্তী বৈঠক। সেই বৈঠকে তৃণমূল যায় কিনা, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।