২০২৪ লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) বিজেপি একপেশে ভাবে জিতবে, এটা ধরে নেওয়া ভুল। বরং আঞ্চলিক দলগুলি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনই মনে করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। তাঁর মতে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দেশের প্রধানমন্ত্রী (Next Prime Minister) হওয়ার মতো যোগ্যতা রাখেন।
আগেও বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন অমর্ত্য সেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করলেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা একেবারেই নয়। আমার মনে হয় মমতা ভীষণভাবে যোগ্য।" পাশাপাশি তিনি জানান, "বিজেপির বিরুদ্ধে জনরোধ তৈরি হয়েছে। মমতা সেটা কাজে লাগিয়ে দেশে বিভেদকামী শক্তিকে রুখে দেবে, এটাও এখনও প্রতিষ্ঠিত হয়নি।"
আরও পড়ুন: সপ্তাহ শেষে ঠান্ডা উধাও, চড়ল পারদ, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন
বিজেপিকে কটাক্ষ করে অমর্ত্য সেন বলেন, "বিজেপি লোকসভা নির্বাচন জিতে গিয়েছে, এটা ধরে নেওয়া মস্ত বড় ভুল হবে। একাধিক আঞ্চলিক দলগুলি খুবই গুরুত্বপূর্ণ। ডিএমকে, ত-ণমূলও গুরুত্বপূর্ণ। সমাজবাদী পার্টিরও শক্তি আছে।" তবে অমর্ত্য সেন, একা কংগ্রেসের পক্ষে আর বিজেপিকে হারানো সম্ভব নয়। কংগ্রেস অনেক দুর্বল হয়ে গিয়েছে।