নয়ডার ওষুধ কম্পানি মারিয়ন বায়োটেকের লাইসেন্স বাতিল করা হল। অভিযোগ, এই কম্পানির কাশির সিরাপ (Cough Syrup) খেয়েই মৃত্যু হয়েছে উজবেকিস্তানের ১৮ জন শিশুর। এই সিরাপের নমূনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকার (UP Government) এই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কাশির সিরাপকে নিয়ে সতর্কতা জারি করে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থা ও উত্তরপ্রদেশের দফতর নতুন করে মারিয়ন বায়োটেকের অফিসে তদন্ত করে। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিমানবন্দরে উড়ো ফোন, দিল্লি-পুনেগামী বিমানে বোমাতঙ্ক, আতঙ্কে যাত্রীরা
গত ২২ ডিসেম্বর, উজবেকিস্তানের স্বাস্থ্য দফতর অভিযোগ করে, ১৮ জন শিশুর এই সংস্থার কাশির সিরাফ খেয়ে মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরপরই এই কাশির সিরাফ নিয়ে 'মেডিকেল প্রোডাক্ট অ্যালার্ট' জারি করে।