নয়ডার সেক্টর ১৬ মেট্রো স্টেশনের কাছে একটি খাবারের দোকানের ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। দোকানে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানের ছবি৷ সঙ্গের ব্যানারে লেখা, কারও নাম রাম, লক্ষ্মণ, সীতা বা হনুমান হয়, ত হলে তাঁরা সারা জীবন এই দোকানে বিনামূল্যে খাবার পাবেন।
দোকানের মালিকের নাম ওয়াবেজ খান। ছোট্ট ঠেলায় খাবার বিক্রি করেই তাঁর সংসার চলে। ধর্মে মুসলমান হয়েও কেন এমন ব্যানার? ওয়াবেজের কথায়, অযোধ্যায় রামমন্দির হওয়ার পর অনেকেই বলছেন, মুসলিনরাই নাকি এই ঘটনায় সবচেয়ে দুঃখ পেয়েছেন। কিন্তু এই কথাটি ঠিক নয়। অযোধ্যায় রামমন্দির হওয়ায় হিন্দুদের মতো মুসলিমরাও আনন্দিত। যাঁরা বিভেদকামী মন্তব্য করছেন, তাঁরা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে পারবেন না।
ওয়াবেজ বলছেন, এখনও পর্যন্ত দিনে ৩ থেকে ৪ জন আসছেন যাঁদের নামে রাম, সীতা, লক্ষ্মণ বা হনুমান৷ পরে যদি সংখ্যাটি বাড়ে তাহলে পরিচয়পত্র দেখতে চাইবেন তিনি। ওই বিক্রেতার কথায়, প্রথমে তাঁর সম্প্রদায়ের মানুষজন ভেবেছিলেন তিনি মনে মনে হিন্দু হয়ে যেতে চাইছেন। কিন্তু পরে সকলে যখন তাঁর প্রশংসা করতে শুরু করলেন, তখন মুসলিম সম্প্রদায়ের মানুষজনও মন থেকে মেনে নেন।