আধুনিক সময়ে মুঠোফোনে বন্দী হয়ে পড়েছে মানুষের জীবন । আসক্ত হয়ে পড়ছেন বাচ্চা থেকে বড়...সকলেই । বিশেষ করে সোশ্যাল মিডিয়া ছাড়া ভাবতেই পারেন না । এতটাই আসক্তি যে, ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পেরে এক মহিলার আত্মহত্যার খবরও সামনে এসেছে সম্প্রতি । অভিযোগ, ওই মহিলার স্বামী ইনস্টাগ্রাম ব্যবহারে বাধা দেয় তাঁকে । তারপরই, ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । নয়ডার সদরপুর কলোনির ঘটনা ।
মৃত ওই মহিলার নাম বিশাখা । দুই সন্তানের মা তিনি । পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রাম ব্যবহার করা নিয়ে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বচসা হয় । ইনস্টাগ্রাম ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে । স্থানীয় সূত্রে খবর, আগেও একই ইস্যুতে দু'জনের মধ্যে ঝামেলা হয়েছে । কিন্তু, সোমবার বচসার পরই ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ । মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।