ফের জেরার মুখে নোরা ফহেতি ! ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় জড়িয়েছে তাঁর নাম। শুক্রবার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স শাখার আধিকারিকরা ঘণ্টার পর ঘণ্টা ধরে প্রশ্ন করেন নোরা ফতেহিকে। যদিও বলিউডের নতুন আইটেম গার্ল নোরা ফতেহি জানিয়েছেন, যে সুকেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। সুকেশের পরিচয় বা অপরাধের ইতিহাস সম্পর্কেও কিছু জানতেন না বলেই দাবি করেছেন তিনি। একইসঙ্গে এই মামলায় অপর অভিযুক্ত বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন।
জেরার মুখে নোরা ফতেহি ইডি-কে এও জানান যে, চেন্নাইতে যে অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন, তার সঙ্গে যে অপরাধ চক্রের কোনও যোগ রয়েছে, সেই বিষয়ে একেবারেই অবগত ছিলেন না তিনি। তবে, কীভাবে সুকেশের দেওয়া বহুমূল্য গাড়ি কিংবা একাধিক উপহার ব্যবহার করলেন নোরা ফতেহি, সেটাও খতিয়ে দেখছে ইডি।
২০০২ সালের আর্থিক তছরুপ নিবারণ আইনের ৫০ নম্বর ধারা অনুসারে আগেই নোরার বক্তব্য রেকর্ড করেছিল দিল্লি পুলিস। এই মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নোরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর, অভিনেত্রী নোরা ফতেহি জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন তাঁকে একটি স্বেচ্ছাসেবী মূলক অনুষ্ঠানের জন্য তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। পরিবর্তে তাঁকে একটি গুচির ব্যাগ, আইফোন উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনা পল।