বিহারে কামাক্ষ্যাগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক।
বুধবার রাত পৌনে দশটা নাগাদ বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ছ’টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি দিল্লির আনন্দ বিহার থেকে কামাক্ষ্যার দিকে যাচ্ছিল। রাত আড়াইটে নাগাদ রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন রেলমন্ত্রী। জানান, দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে বসানো হয়েছে এবং রেলের তরফে তাঁদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
দুর্ঘটনার পরেই বেশকিছু হেল্পলাইন চালু করেছে রেল-
পাটনা হেল্পলাইন- ৯৭৭১৪৪৯৯৭১
দানাপুর হেল্পলাইন- ৮৯০৫৬৯৭৪৯৩
কম কন্ট্রোল- ৭৭৫৯০৭০০০৪
আরা হেল্পলাইন- ৮৩০৬১৮২৫৪২