ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-হিমাচল প্রদেশ সহ উত্তর ভারতের জনজীবন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত কমপক্ষে ৮৮ জনের মৃত্যু হয়েছে। গত ৪ দিনেই প্রাণ হারিয়েছেন ৩৯ জন। হিমাচলের পাশাপাশি উত্তরাখণ্ডেও পরিস্থিতি খারাপ। একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর সচিব-সহ একাধিক আধিকারিকদের এলাকাতেও ঢুকল যমুনার জল। যমুনার জলবৃদ্ধির ফলে রাজধানী দিল্লির জনজীবনেও প্রভাব পড়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ইতিমধ্যেই যানচলাচল বন্ধ আছে। কাশমের গেট, গীতা কলোনির একাধিক এলাকা জলমগ্ন। যমুনার জলস্তর আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।
উত্তর ভারতের পঞ্জাব ও হরিয়ানাতেও অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হরিয়ানায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। পঞ্জাবেও এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।