ভয়াবহ বৃষ্টিতে ভাসছে উত্তরভারত। বাড়ছে যমুনা নদীর জলস্তর৷ প্রবল জলের তোড়ে ভেঙে পড়েছে মানালির তিনতলা হোটেল, ভেসে চলে যাচ্ছে ট্রাক। অসংখ্য বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে প্রবল জলের বেগ। সবমিলিয়ে গত তিনদিনে ৩৭ জন প্রাণ হারিয়েছেন। দুর্গত মানুষজনকে নিরাপদ জায়গায় স্থানান্তরের কাজ শুরু করেছে প্রশাসন।
সংকটের ছায়া পড়েছে দিল্লিতেও৷ নদীর জলস্তর ২০৫.৩৩ মিটারের বিপদসীমা পার করেছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের বন্যা মোকাবিলার পের্টাল জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় ওল্ড রেলওয়ে ব্রিজের জলস্তর ২০৬.২৮ মিটারে পৌঁছে গিয়েছে। হরিয়ানা যমুনানগরের হাথনিকুণ্ড ব্যারেজ থেকে জল ছাড়ায় সমস্যা বেড়েছে। বিকেলের মধ্যে ২০৬.৬৫ মিটারে পৌঁছাতে পারে জলস্তর।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজধানী প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত।
রবিবারেই জারি করা হয়েছে বন্যা সতর্কতা। কুইক রেসপন্স টিম এবং উদ্ধারকারী নৌকা তৈরি আছে। খোলা হয়েছে ১৬টি কন্ট্রোল রুম।
গত তিনদিন ধরে উত্তরপশ্চিম ভারত প্রবল বৃষ্টিতে ভাসছে। জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে প্রবল দুর্যোগ চলছে।