স্বাধীনতা দিবসের সকালে চাঞ্চল্য মুম্বইয়ে। এবার প্রাণনাশের হুমকি ফোন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির পরিবারকে। সংবাদসংস্থার খবর, একবার নয়, আটবার এই ফোন এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। এরআগেও আম্বানিদের বাড়ির সামনে থেকে বারুদ ঠাসা গাড়ি উদ্ধার হয়েছিল।
সংবাদসংস্থা জানাচ্ছে, মুম্বইয়ের আম্বানিদের হাসপাতালে আটবার খুনের হুমকি দিয়ে ফোন আসে। প্রতিবারই টেলিফোনের ওপার থেকে মুকেশ ও তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পুরুষকণ্ঠেই হুমকি দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। হাসাপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, এক ব্যক্তি আটবার মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে। ফোন পাওয়ার পরেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ইতিমধ্য়েই বিশেষ দল তৈরি করেছে মুম্বই পুলিশ। ট্র্যাক করা হচ্ছে প্রতিটি কল। মুম্বই পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। পুলিশের দাবি, অল্প সময়ের মধ্যেই হুমকি ফোনের কিনারা হয়ে যাবে। সোমবারই নাতি পৃথিবীকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন মুকেশ ও নীতা আম্বানি।